পশ্চিমবঙ্গ প্রকাশিত হল ছোটদের নতুন একটি সাহিত্য পত্রিকা পৃথ্বীরাজ। গত ১২ আগস্ট কলকাতার কলেজ স্কোয়ার ‘মহাবোধি সোসাইটি হল’এ রোহিণী নন্দন পুরস্কার প্রদান এবং শিশু-কিশোর পত্রিকা পৃথ্বীরাজ-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। পত্রিকাটি সম্পদনা করেছেন পার্থপ্রতিম পাঁজা।
আমাদের পৃথ্বীরাজ পত্রিকার প্রথম সংখ্যায় লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শেখর বসু, শ্যামলকান্তি দাশ, রতনতনু ঘাটী, চন্দন নাথ, সিদ্ধার্থ সিংহ, বাণীব্রত চক্রবর্তী, কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়, উত্থানপদ বিজলী, লুৎফর রহমান, সৌমিত বসু, আনসার উল হক, পিনাকি চট্টোপাধ্যায়, ভায়োলেট হালদার, অয়ন বন্দ্যোপাধ্যায়, অলোক বসু প্রমূখ খ্যাতনামা কবি-সাহিত্যিকেরা। এছাড়াও রয়েছে নবীন-প্রবীণ লেখকদের আরো অনেক লেখা এবং আঁকা ছবি।
‘রোহিণী নন্দন পুরস্কার -২০২২’ এবং স্বপ্ন-কল্প শিশু কিশোর পত্রিকা পৃথ্বীরাজ-এর প্রকাশনা উৎসব মঞ্চে ছিলেন সাহিত্যিক রতনতনু ঘাটী, উত্থানপদ বিজলি, বাণীব্রত চক্রবর্তী, সুবিমল সরকার, বন্ধু প্রকাশক শুভঙ্কর দে (প্রিয় অপু দা), রোহিণী নন্দন প্রকাশনার কর্ণধার হরিদাস তালুকদার, মৃণাল হালদার প্রমুখ বিশিষ্টজন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়, সজল সেনগুপ্ত, উমা সেনাপতি, নির্মল করন, স্বপন কুমার বিজলী সহ আরো অনেক বিশিষ্ট লেখকবৃন্দ।
প্রথমবর্ষ ‘রোহিণী নন্দন পুরস্কার -২০২২’-এর সম্মাননা পুরস্কার পেয়েছেন গ্রন্থের রুদ্রশংকর – ‘ যতদূর পৃথিবী দেখেছি ‘ (কমলিনী, উমা সেনাপতি- ‘ বিবাহ ও পরিবার ‘ (বাকপ্রতিমা)ও সজল সেনগুপ্ত- ‘ বাংলার নবাব নাজিম ‘ (রোহিণী নন্দন)।
অবশেষে বর্ণাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।