About Us

আমাদের সম্পর্কে 

সময়ের শব্দ নরওয়ের বার্গেন থেকে প্রকাশিত প্রথম বাংলা অনলাইন পত্রিকা। যার ইন্টারন্যাশনাল ষ্ট্যাণ্ডার্ড সিরিয়াল নাম্বার ২৭০৪- ১৮৭ (ISSN 2704-1387) । বাক স্বাধীনতা, মুক্ত সাহিত্য ও সামাজিক ন্যায়বিচারের পত্রিকা হিসেবে এটি ২০১৭ সালে প্রকাশিত হয় এবং সংক্ষিপ্ততম সময়ের মধ্যে এ পত্রিকা সমগ্র বিশ্বে অবস্থানকারী বাংলা ভাষাভাষী মানুষের সাহিত্য-শিল্প ও সংস্কৃতির অন্যতম জোরালো কণ্ঠস্বর হয়ে ওঠে।

সময়ের দাবীকে মান্যতা দিয়ে সময়ের শব্দ পত্রিকা প্রকাশিত বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও বৈচিত্র্যপূর্ণ লেখার মাধ্যমে সমাজে প্রচলিত অজ্ঞানতার বিরুদ্ধে মতবাদ ব্যক্ত করে গণসচেতনতা তৈরি করে, মানুষের বাকস্বাধীনতাকে সম্মুন্নত রাখে, এবং বহুত্ববাদী সুস্থ সংস্কৃতি চর্চায় প্রণোদনা দেয়। এছাড়া সময়ের শব্দ শুধুমাত্র সমকালীন শিল্প-সাহিত্য বিষয়ক লেখাপত্র প্রকাশ করে তা নয়, সোনালী অতীতের শেকড় ও স্মৃতির দিকে যেমন ফিরে তাকায়, তেমনি ভবিষ্যতের জ্ঞান ও বিজ্ঞাননির্ভর সাহিত্যধারা কেমন হতে পারে সেদিকেও আলোকপাত করার চেষ্টা করে। এ লক্ষ্যে এ পত্রিকায় বেশকিছু বাঙালী কবি, লেখক, সম্পাদক, গবেষকরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়েছেন এবং স্বেচ্ছাশ্রম দিয়ে তারা অবিরত পরিচর্চা করে যাচ্ছেন মাতৃভাষা বাংলার সুবিশাল বৃক্ষটির। আমাদের অন্যান্য লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে: আদর্শ চেতনা ও সামাজিক মূল্যবোধের প্রকাশ, বাংলার নিজস্ব সংস্কৃতি-ঐতিহ্য-পরম্পরার বহমান ধারাকে পৃষ্ঠপোষকতা করা, বিনোদনের সুস্থ্য ধারাকে তরুণদের মাঝে ছড়িয়ে দেয়া, গবেষণামূলক প্রবন্ধ ও নিবন্ধের ক্ষেত্রে ভূমিকা রাখা, নতুন লেখকদের স্থান দেয়া, যুক্তির আলোকে নির্দেশনা, তথ্যের অবাধব্যাপ্তি ও তথ্য প্রাপ্তি অধিকারকে সুরক্ষিত করা, সমাজ গঠনে ইতিহাসের অন্তরালে হারিয়ে যাওয়া অগ্নিযুগের মানুষদের প্রতি আলোকপাত, বিশ্বমানবতায় নিজের অবস্থান সম্পর্কে ধারণা লাভ ও প্রত্যক্ষ ভূমিকা রাখা, সর্বোপরি মানুষের সেবায় জ্ঞান চর্চায় অগ্রগতিকে ত্বরান্বিত করা, মানবতাবিরোধী যে কোনো ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী লেখা প্রকাশে আমরা প্রতিশ্রুতবদ্ধ।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!