অস্তিত্বের গলির ভিতর দালালের থাবা
মুছে দিচ্ছে নদীর ফেলে আসা আবহমান সুর
আধভাঙা সংসারে বাজে বিষন্ন হারমোনিয়াম
পাড়ার ঘাটে ঘাটে ভাসে সংগ্রামের নৌকা
পাগলের সাথে এক বিছানায় নিশিযাপন
বিষ্ময় বাষ্পীভূত হয় দেবতাদের নিশ্বাসে
শূন্যতার সীমানায় বন্দি হয় দুরূহ শাসন
তোলাবাজের দৌরাত্ম বাডে
অপদেবতারা পূজিত হয়
অতৃপ্তির মৈথুনে জন্ম নেয় মায়াময় অবসর