পাখির আরোগ্য

যদি মরাপাখি দেখতে চাও একদিন এসো
পাশে বসে দেখে নিও সে রঙ, মৃত্যুজ্বালা
ভাসা ভাসা শ্যাওলার কী অপার জীবন
ছেঁড়া অস্থির আরক্ষা অসহায় নেভা আলো
তোমার একটুখানি দেখা — পদ্যের রোদ্দুর সুষমা
খিলখিলে ভেতর-তন্ত্র বাঁচে ভাঙন মন-গঙ্গা
বিষে নীল দেহ নির্বিষে অভয় বোধ গাছ জোড়া
জোছনার পেয়ালায় বসি যে প্রগাঢ় একা
রাত্রি বন্ধনে যদিও যাব না দোলা জলে
পাখির আরোগ্য বুকের খাঁচায় রাখা
তুমিও জানো বন্দি জীবন মোহছাড়া সীমাহারা
একটু মানুষের জন্য সেইসঙ্গে বাঁচিয়ে দিও ডানা…

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!