স্মরণিকা

তোমার কথা বার বার মনে পড়ে ঊর্মি,
এলোমেলো জীবনে প্রবল শক্তি নিয়ে
আচমকা ঝাঁপিয়ে পড়েছিলে…

মুহূর্তে পায়ের নিচে মাটি হারিয়ে
নোনাজল, বালির স্বাদ
আর গতিময় আনন্দে আষ্টেপৃষ্ঠে
বেঁধে রেখে গেলে।
সাগরের গভীরতায় বেহুঁশ প্রাণ,
সাক্ষী ছিল কিছু ঝিনুক আর জলের দাগ।

আধচেতনায় কানে আসছিল অতলান্ত সাগরের কথা,
তপ্ত বালু ফিরিয়ে আনে নিজ জগতে,
তখন তুমি ভাটির টানে অনেক দূর…

সেই থেকে সাগর পাড়ে
দিন গোনা। মাস যায়, দিন যায়…

এবার আরো শক্তির উচ্ছ্বাস নিয়ে এসো অর্ণব,
আমিও শক্ত মাটি আঁকড়ে আছি।

তোমার ঝাপটায় অন্তহীন গৌরব,
ঢেউ-এর দোলনের অনুভব করবো মুক্তির আনন্দ।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!