আজ উনিশে মে: আসামের শিলচরে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন

আজ উনিশে মে, আসামের শিলচরে বাংলা ভাষার দাবিতে শহীদ হয়েছিলেন কমলা আর কানাইলাল নিয়োগী, সুনীল সরকার, সুকোমল পুরকায়স্থ, হিতেশ বিশ্বাস, তরণী দেবনাথ, শচীন্দ্র পাল, চণ্ডীচরণ সূত্রধর, কুমুদরঞ্জন দাস, সত্যেন্দ্র দেব, বীরেন্দ্র সূত্রধর।

অসমীয়া আর বাংলা ভাষার লড়াই শুরু হয়েছিল আগেই। শহীদরা যেখানে অনশন করেছিলেন, তার নামে একটি স্টেশন আছে। কমলা তখন ছাত্রী, বেণী দোলায়, পুরুষের সহযাত্রী থেকে এই আন্দোলনে শরিক হয়েছিল সে।
বাংলাদেশের ভাষা আন্দোলনে মহিলা শহীদদের নাম মুছে যাচ্ছে, আসামের কমলার নাম পাওয়া যায়, তাকে মোছা অত সহজ নয়।
উপমহাদেশে বাংলা ভাষা মুছে দেবার চক্রান্ত কোনোদিন সফল হয়নি, হবেও না।

কারণ এর পিছনে বাংলা ভাষার হাজার বছরের ইতিহাস যেমন আছে, তেমন আছে ভৌগোলিক বিস্তার। দুঃখ একটাই, অযথা এই আধিপত্য বাদ যখন মাথা চাড়া দেয়, অনেক প্রাণকে ঝরে যেতে হয়।

বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আভূমি প্রণাম জানাই।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!