আমার চারিদিকে ঘোরাফেরা করে
অজস্র গৃধিনি; ঝাউবনে ঝড় ওঠে
মত্ত হাতি যেন: জীবিকার অন্বষণে
রক্তচোষা হানা দেয়; প্রীতভরে কোনোদিন
দেখিনি মানুষ অথবা জন্তুকে।
আরব্ধ দেবতা আজ ধূলায় লুটায়
লৌকিকতা গেছে উড়ে
ভালোবাসার মৌমাছি
সতত মৌচাক গড়ে তোলে
এ কেবল ভালোবাসার ফসল।
বিশ্বস্ত ভাবনা এলোমেলো আজ
আততায়ী প্রেমিকা আঘাত হানে
তবু তাকে হৃদয়ে স্থান দিতে হয়
নইলে নিজেকেই —বিশ্বাসঘাতক বলে
দৃঢ় প্রত্যয় গড়ে ওঠে।
ঈষৎ দ্রবীভূত ভালোলাগা
তোলা থাক স্বপ্নের জন্য—
মেদহীন ভালোবাসা আমাদের
যেদিন বুঝেছিলাম–তারপর থেকে
কোনোদিন প্রেম নিবেদন করিনি।