শূণ্য প্রেমের নিষিদ্ধ গবেষণা
হাওয়ার ঠোঁটে উড়ে আসছে নিঃসঙ্গ সাপ নিরাভরণ ভঙ্গিতে সে সময়ের গল্প বলে যাপন সূর্যের প্রখর দহনে শুকায় স্নিগ্ধ জীবনের পেলব মাটি
ঘুমেরা জোছনার ঘুঙ্গুর বাজায় আর শোনায় নিঝুম রাতের গান
রোদের অন্তর্বাসে নবায়ন হয় শূন্যতার সংক্রমণ
নেচে ওঠে শূণ্যের যন্ত্রণা
ছুটে চলেছি সংবিধানের মাঠে
জীবন জীবিকার দৌড় , যশস্বী হওয়ার দৌঁড়ে আমরা সবাই ক্লান্ত
কাউকে না ধরতে দেওয়া প্রেমের সব স্কুল পড়ুয়া
শত পাপ, শঠতা লুকিয়ে রাখি জীবনের অ্যালবামে
হাওয়ার ঠোঁটে চুমু খায় অসংবিধানিক সাপ
সম্পর্কহীন নিঃসঙ্গে উঠোনে উদ্বেগ ডানা মেলে
পরিবর্তনের মাঠে লিখে রাখি নিষিদ্ধ প্রেমের অশ্লীল সন্দেহ
লুকিয়ে রাখি নিষিদ্ধ প্রেমের মনস্তাত্ত্বিক গবেষণাপত্র
বিবস্ত্র
আত্মাহীন শহরে বর্ণহীন চলাফেরা
মৃত্যুর এখানে তেমন গুরুত্ব নেই
এমন মিছিল হামেশাই দু-দশটা মৃতদেহ প্রসব করে
ব্যাকরণহীন জীবনে কোণঠাসা সব নির্বাসন
প্রতিদিন বিবস্ত্র হয় বিবেক
আয়নার ভিতর নৃত্য করে জল্লাদ
থ্যাঁতলানো চাঁদের শরীরে ডুগডুগি বাজায় বিবস্ত্র একুশ
বেঁচে থাকাগুলো ধর্ষিত হলে অন্তহীন আর্ত চিৎকার লিখে রাখে নপুংসকের দল
রক্ত ভেজা পথে হাঁটে দালালের লালসা দ্রাঘিমা রেখার ওপারে শুধু হাহাকারের কোলাহল
শেষ লগ্নে বেজে ওঠে ঘৃণার অর্কেস্ট্রা
সুর মিশে অকাতর অন্ধকারে
সব পথেরা নিভিয়ে দিচ্ছে আলো
সিঁড়ি ভাঙা র কাহিনী
যাপনের ভাঁজে ভাঁজে আগুন
পুড়ছে আমাদের সংস্কৃতি, আমাদের আত্মপরিচয়
বিশ্বাসের দালানে ওঠা বড্ড কষ্টের সিঁড়িগুলো সব ভাঙ্গা
শুরু হয়েছে অন্ধকারের পর্ব ভিত্তিক প্রদর্শনী
দাড়ানোর জায়গা দখল নিয়েছে ভাঙা হৃদয়
ক্ষমতার শর্তহীন আস্ফালনে কেঁপে উঠছে মানবিক ভিত্
প্রশাসনের তাবুর নিচে ক্লাব
শাসকের আসকারায় ওরা আজ ভগবান
শর্তহীন ক্ষমতার প্রদর্শনী চলে নিত্য দিন
ওদের কুর্নিশ না জানানোর ঝুঁকি কেউ নিতে চায় না
টার্নিং পয়েণ্ট
ভুলে যাওয়ার দুর্বিপাকে হারিয়ে ফেলছি নিজেকে
ক্ষয়িষ্ণু পাথরে লেপ্টে আছে ক্লান্তিকর জীবনের কথাকলি
নিউটনের সূত্র মেনেই নিরঙ্কুশ যন্ত্রণার ভর মাপামাপি
সফল ব্যর্থরা মিছিল করে
শ্লোগানে শ্লোগানে ভারী হয় বাতাস
অমূলক সাম্রাজ্য সাজায় ভাবনার বিলাস বৈভবে
চেতনা কুঁকড়ে যায়
মৃত্যুর কুহেলিকা উঁকি মারে বিশ্বাসের পাদমূলে




