আশাবাদ

তুমি যতই বল আমি তালগাছ
আমি কারুজল মনপাখি ছুঁতে জানি
গভীর সন্তর্পণে ধস্ত-মনাহত কষা দাঁতে
প্রতিদিন কষ্টের পৃথিবী থেকে বের হয়
দিবানিশি মাল্য

যে ফুল দুঃখ দেখেছে রেণু উড়েছে তার গা থেকে
উচ্চতা শীর্ষ ছোঁয় একদিন নিচে নামে উড়ন্ত ঘুড়ি
করাতের জীবনের কাছে নীল নীল যত অলেখা
আদরে গলে যায় পাথরের অনুর্বর ভূমি
আমাকে শোনাতে এসো না ওসব…

বীজমন্ত্রেই লেখা আজন্ম ভালবাসা
তারার কুঞ্জ আঁধারে পালিত ফুল-মমতা
সুখকর মহামন খুঁজে নেয় আলোবিন্দু
অপার সাগরের ঢেউ স্নানে পাগল আকুল
রোদ্দুর হোক শুধুই আগ্নেয় আশা…

 

 

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!