অনেক দিনের পরে ফিরছি আবার গ্রামে,
মেঠো পথে আলের ধারে ধারে…
কোন সে গ্রাম? কি আসে যায় নামে!
গ্রামতো সবুজ মাঠ আর সোনালী ধানের আঘ্রাণ,
তাল-তমালের বন, বাঁকা নদীর পাড় কিংবা
টলমলে জল নীলদিঘীতে ডুব সাঁতারে স্নান।
পথের বাঁকে বটের ছায় দোকান মনোহারী,
হাটের পথে গরুর গাড়ি, বোঝাই করা কলসী হাঁড়ি,
মাটির পুতুল, খেলনা রকমারী।
ঐ দেখা যায় আমার ছোট্ট গ্রাম,
প্রান্ত পথে বাঁশ বাগানের গায়
যেথা মুক্ত বায়ু বইছে অবিরাম।
সারি সারি ঘর খড়ের ছাউনী ছাওয়া,
মধ্যে উঠান, গোলাভরা ধান পাশে গোয়াল ঘর
ঘরে ফিরে মায়ের আঁচল পরম তৃপ্তি পাওয়া।