চোখ মেললেই দেখি ভাসছে পতন
কান পাতলেই শুনি তার আস্ফালন
বাতাসে ভাসছে বিনাশ কালের গান
বেলা শেষে বন্দী হয়েছে প্রলম্বিত ছায়া
মনের সঙ্গে চলে মনামনী
বিশ্লেষণের নিবেদনে খুঁজি অপছন্দের অনুভব
বিমূঢ ছায়ায় নি.শব্দ রোদ্দুরের চলে রৌদ্র স্নান
মুহূর্তে মিলিয়ে যায় নিরুদ্দেশের সংলাপ