ডাক

দাঁত বের করে আছে মাটির দেওয়াল
তাতেই ভরসা সেঁকে নিই

পারিযায়ীদের মতো উড়ান শেষে ফিরে আসি উৎসমূলে
কঞ্চির বেড়া দেওয়া স‍্যাঁতসেতে উঠোন
স্মৃতির পাতা ঝালিয়ে ফিরে আসা উৎসমূলে
সম্পর্কের হাত ধরে নতুন প্রজন্মের কাছে পরিচিত হই
অন্তিম ক্ষণে নিয়ে যাবো শেষ আশির্বাদ
দেওয়ার মতো তো আর কিছু নেই
নড়বড়ে খুঁটি গুলো উপড়ে গেছে মহাকালের টানে

সেই খুঁটি ধরে পার হবো শেষ সীমানা
পথের বাঁকে বাঁকে রেখে যাবো ভালোবাসা
নিশির ডাকে অনন্ত পথে ফেলে যাবো পুরাতন
জীর্ণ পুস্তক আর ভাঙা চোরা অমূল‍্যবান আসবাব

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!