নীল কমলের কান্না

ঢাকার নীল আকাশ ভেঙে নামল মৃত্যুর ডানা,
শিশুদের হাসির বদলে আজ কান্না বয়ে যায় নিঃশব্দ প্রান্তরে।
ছোট্ট হাতগুলো আর ধরবে না বই,
ছোঁবে না কোনদিন আর রঙ-পেন্সিল কিংবা খাতার পাতা।
চুপটি করে পড়ে আছে স্কুলব্যাগ ঘরের কোণে,
আজও যেন খোঁজে ছোট্ট হাতের স্পর্শ।

ওরা আর ফিরবে না- চলে গেছে চির ছুটির দেশে,
বাতাসে ভাসে শিশুমৃত্যুর দীর্ঘশ্বাস।
আকাশ জুড়ে শোকের মিছিলে ওড়ে নীল কমলের ছায়া,
নিষ্পাপ প্রাণের রঙ মিশে গেছে রক্তমাখা বৃষ্টিতে।

মা আর ছেলেটির শেষ কথাগুলো জমে আছে জানালার পাশে,
মেয়ের ফেলে রাখা জুতোজোড়ার দিকে বোবা দৃষ্টিতে চেয়ে থাকে বাবা।
কলরবহীন খেলার মাঠ, দোলনায় দোলে না শিশুরা,
যেন বসন্ত বিদায় নিয়েছে অনেককাল।

স্মৃতির পাতায় জেগে আছে ওদের আধো গলা,
কোথাও অস্ফুট স্বরে কাঁদে- আমার চোখের প্রদীপ নিভে গেছে!
শহরের প্রতিটি দেয়ালে এখন শুধুই নিস্তব্ধতা,
আর হৃদয়ের আকাশে বিরামহীন ঝরে নীল কমলের কান্না।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!