প্রেম

সাপ রঙা রাস্তায় শুয়ে আছে রোদ্দুর
ফুল রঙের কষ্টরা উষ্ণতা কুড়ায়
অভিজ্ঞতার বিষন্ন-ফুল তুলে রাখি সংকোচে

পাপড়ির ভাঁজে ভাঁজে জমা আছে উৎসব

ঘুঘু ডাকা প্রহরে কষ্টরা হেসে ওঠে
দাঁড়ি কমা সেমিকোলন নিয়ে আদিক্ষেতা দেখিয়ো না প্লিজ্
লাউ-এর মাচায় জড়ো হয়ে আছে শিশির সঙ্গমের গন্ধ

বিষন্ন বিকেল খুঁজে রাখে হ্যানিমুনের পাসপোর্ট

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!