বছরের শেষ পূর্ণিমা

আজ এই বছরের শেষ পূর্ণিমা
ফিনফিনে জ্যোৎস্নায় মোড়া শীতের কলকাতা।
অসংখ্য মৃতদেহের ভারে বিমর্ষ এই বছর শেষ হবে-
আগামীর অপেক্ষায় বসে আছি।

মানুষ এখন নেই মানুষের পাশে
যুদ্ধ হিংসার মোড়কে দুর্বিষহ একাকীত্ব।
অজানা আতঙ্ক টুঁটি টিপে ধরে
আশঙ্কায় পোড়ে জীবনের প্রহর।
বিপন্ন অবসাদ বেলায় দিন কাটে
রাত খোঁজে কয়েক টুকরো রুটি।
পূর্ণিমার চাঁদে যেন অমাবস্যার অন্ধকার
বেঁচে থাকার সংগ্রাম
ক্রমশ কঠিন থেকে কঠিনতর।

আকাশে বিষ বাতাসে বিষ মাটিতে বিষ
মোহিনী হয়ে এক ফোঁটা অমৃত ভিক্ষা চাই
আজ এই আকাশভরা জ্যোৎস্নার কাছে।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!