বর্ণাশ্রম প্রকাশনী’র রাখি বন্ধন ও  প্রকাশনা উৎসব উৎযাপিত

বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা আয়োজনে গ্রন্থ প্রকাশ, সাহিত্য পুরস্কার, রাখিবন্ধন ও কবিতা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ আগস্ট ২০২৩ কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি সাহিত্যিকদের লেখা ১৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এরপরে রাখিবন্ধন উৎসব ও সাহিত্য পুরস্কার প্রদান শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ওইদিন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বর্ণাশ্রম প্রকাশনী সংস্থার কর্ণধার শুভজিত মুখোপাধ্যায় উক্ত অনুষ্ঠানের উদ্দেশ্য ও পটভূমি ব্যখ্যা করে স্বাগত ভাষণ দেন। এরপর বিশিষ্ট সাহিত্যিক সনৎ ভট্টাচার্য্যের ৭৬ তম জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক ও শ্রদ্ধা স্মারক প্রদান করে, একে অন্যের হাতে রাখি পরিয়ে দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বর্ণাশ্রম প্রকাশনী থেকে এ বছরে প্রকাশিত পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গবেষণা গ্রন্থের ওপর আলোকপাত করা হয়। দক্ষিণ ২৪পরগনা, উত্তর ২৪পরগনা, দার্জিলিং, হাওড়া, মালদহ, মুর্শিদাবাদ, দিনাজপুর, জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, নদীয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, কলকাতা, কুচবিহার,ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলা সহ পশ্চিমবঙ্গের মোট থেকে ৬০ জন প্রাবন্ধিকের গবেষণালব্ধ প্রবন্ধ সম্পাদনা করেছেন বিশিষ্ট সাহিত্যিক ও সম্পাদক ড.মহীতোষ গায়েন ও বর্ণাশ্রম প্রকাশনা সংস্থার কর্ণধার শুভজিত মুখোপাধ্যায়। অতঃপর ড. মহীতোষ গায়েন ঘোষণা করেন যে আগামী বছর থেকে গবেষণা গ্রন্থ থেকে সেরা ৩টি প্রবন্ধকে পুরস্কার প্রদান করা হবে। এই গবেষণা গ্রন্থটি পাঠকসমাজে সমাদৃত হবে বলে মতবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে প্রকাশিত হয় সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় রচিত ছোটগল্পের দ্বিতীয় সংস্করণ “মানুষ রাজা” ও “স্বাগতকুঞ্জ”, সাহিত্যিক সনৎ ভট্টাচার্য্যের কাব্যগ্রন্থ “এক ঝাঁক. ভালোবাসার কবিতা”, কবি বীরেশ্বর মুখোপাধ্যায় রচিত কাব্যগ্রন্থ “আমি আছি তোমরাও আছো তাই”, ঝাড়খন্ডের সাহিত্যিক প্রদীপ কুমার অধিকারী রচিত ছোট গল্প সংকলন “দ্বাদশী”, লেখিকা শ্রীমতী খুশী সরকারের ছোটগল্প সংকলন”কুয়াশা”, সাহিত্যিক সৈকত পত্রনবিশ রচিত ছোটগল্প সংকলন “পরাজিত প্রেম ও অন্যান্য”, ছড়াকার শ্রী কামাক্ষাচরণ নাথ রচিত “শতেক ছড়ার ছড়াছড়ি” শ্রী শাহজাহান সিপাই রচিত “অমর বাঁশি”, লেখক ও সাংবাদিক রাজীব দত্ত সম্পাদিত শারদ সংকলন “মহামায়া”। এছাড়া কবি কেশব মণ্ডল রচিত কাব্যগ্রন্থ “সাজাই তোমার ঘেঁটুফুলে”, কবি সুব্রত চট্টপাধ্যায় রচিত কবিতা সংকলন “নষ্ট নারী”, কবি গোবিন্দ সরকার রচিত”রৌদ্র গহনে মেঘমল্লার”(২য় সংস্করণ) কৃষ্ণেন্দু বন্দোপাধ্যায় রচিত কাব্যগ্রন্থ “কবিতার ক্যানভাস”।

সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা জন্মলগ্ন (২০১৫) থেকেই প্রতিবছর তাদের বাৎসরিক অনুষ্ঠানে দীর্ঘদিনের সাহিত্য সাধককে”রামমোহন রাধারাণী স্মৃতি সাহিত্য পুরস্কার”প্রদান করে।
উল্লেখ্য, পূর্বেই পুরস্কার পেয়েছেন-
২০১৫ সালে অশ্রুরঞ্জন চক্রবর্তী ও সলিল চক্রবর্তী
২০১৬ সালে সনৎ ভট্টাচার্য্য ও কৃষ্ণলাল মাইতি
২০১৭সালে প্রয়াত নির্মাল্য চ্যাটার্জী ও প্রশান্ত নস্কর (মরনোত্তর)
২০১৮সালে সজল বসু রায় ও শুক্লা সেনগুপ্তা,
২০২২ সালে কবি অরুপ মণ্ডল ও কবি গোবিন্দ সরকার।

গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের সম্মানিত অথিতি ড. মহীতোষ গায়েন, সনৎ ভট্টাচার্য্য, বরুণ দাশ ও গোবিন্দ সরকার। এবছর “রামমোহন রাধারাণী স্মৃতি সাহিত্য পুরস্কার” পান বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, সম্পাদক ও সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মহীতোষ গায়েন।

এছাড়াও প্রতি ৫বছর অন্তর বিশিষ্ট সাহিত্যিকদেরকে “মৃত্যুঞ্জয় স্মৃতি স্মারক”প্রদান করে এই সংস্থা। ২০২২ সালে এই সম্মান পান দলিত সাহিত্য আকাদেমি সভাপতি সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী ও সাহিত্যিক সনৎ ভট্টাচার্য্য।

অনুষ্ঠানের অন্তিম পর্বে বিশিষ্ট লেখক ও সাংবাদিক রাজীব দত্ত সম্পাদিত শারদ সংকলন “মহামায়া” প্রকাশিত হয়। অনুষ্ঠানের অন্তিম পর্বে কবিতা উৎসবে কবিতা পাঠ করেন আকাশবাণী কলকাতার ঘোষক বরুন দাশ, উত্তম মন্ডল, স্বপন কুমার মন্ডল, সংহিতা চক্রবর্তী বিশ্বাস, আঁখি রায়, তৃষ্ণা ঘোষ,সোমনাথ রাণা, রাজেশ চট্টপাধ্যায় প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপান্বিতা গুহ সরকার। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে দেড় শতাধিক কবি, সাহিত্যিক, গবেষক, প্রাবন্ধিক, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী মানুষ যোগ দেন।♦

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!