বাঁচবার আশ্বাস

ঝলসানো মুহূর্তের অনাঁচ কানাচ
খানাখন্দ ভরিয়ে শুধু তোমাকেই
খুঁজি
নির্মল বটের ছায়া
চোখের আকাশ মাঠে শিশির ঘাসে
রোদের দ্যুতি
ঝলসানো মুহূর্ত কানাগলি জুড়ে
তোমার উপস্থিতি।
গুহা নির্জন, প্রান্তর নিঃসঙ্গতা
আশা আর ভয়েদের তারা মিট মিট
দায় শেষে স্বপ্নে ভেসে যাওয়ার মিষ্টি ব্যথা_
ঝর্নার সঙ্গীত।
ব্যস্ততায় ওঠা পড়া স্বপ্ন আর হতাশার
উস পাশ
অনন্ত দিগন্ত ঘেরা সূক্ষ্ম মায়াজাল
দুরন্ত ঢেউয়ে তোমার ভেলায়
বাঁচবার আশ্বাস।
Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!