বায়ান্ন থেকে একাত্তর

কে বলেছে ভাষা আমার কেড়ে নেবে?
নয়তো তাহা ঠিক।
বাংলা হবে রাষ্ট্রভাষা
এই ছিল আন্দোলনের দিক।

আমার ভাষায় চলবে এ দেশ
চলবে অফিস আদালত
তাইতো শহীদ হল সোনার ছেলে
সালাম, রফিক, শফিক, জব্বার,বরকত।

রাষ্ট্রভাষা উর্দু হবে
ঘোষণা দিলেন জিন্নাহ
প্রতিবাদে গর্জে ওঠে পূর্ব বাংলা
‘তা হবে না, তা হবে না।’

মিছিলের পর মিছিল হল
সারা বাংলা জুড়ে
তাইনা দেখে সরকারের
মাথা গেল ঘুরে।

‘৫২র ২১ফেব্রুয়ারির ভোরে
ওরা কার্ফু দেয় ঢাকার শহরে
পথে নামল বীর বাঙালি
রাষ্ট্রভাষা চেয়ে।

এমনি করে ‘৫৬-তে বাংলা নিল
রাষ্ট্রভাষার সন্মান।
শতাব্দীর শুরুতে একুশ পেল
বিশ্বময় অবস্থান।

একুশ মানেই মোদের স্বাধীকারের সংগ্রাম।
একুশ মানেই বাঙালির চেতনার উন্মেষ।
একুশ মানেই বিশ্বসভায় বাঙালির স্মরণ।
একুশের চেতনায় স্বাধীনতা করেছি অর্জন।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!