বিচিত্র বিশ্বাস

ক্রূরতা চরিতার্থ করতে অসংখ্য হাত জড়ো হয়
উল্লাসের সীমানায় ক্রুর হাসি হাসে নারদ

আজও নরবলী হয় ব্রিজ মজবুত হবে বলে
রেস্তরায় মিলে কচি মনুষ্য বাচ্চার স্যুপ
এপাড়ায় বেপাড়ায় বসে মধুচক্রের আসর
বিদ্রোহীর মিছিলে পুলিশ বেপরোয়া চালায় গুলি

নারীর নরম অংশে আঁকে আগুনের উল্কি
লৌকিকতার দোহায় দিয়ে তৈরী হয় গোসাঁয়, সতী
রতি পতাকা ওড়ে
আবেদন নিবেদন পুড়ে মরে বিশ্বাসের ঠিকানায়

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!