মাগো আমার নিয়ো তুমি প্রণাম শতকোটি
তোমার আমি সেই যে ছোট্ট দুষ্টু খোকাটি
হাড় ভাঙি গোড় ভাঙি বলে খেলতে কত খেলা
বুকের ওমে জড়িয়ে সুখে কাটিয়ে দিতে বেলা।
চোখের পাতা এক করোনি খোকার কিছু হলে
বিনিদ্র রাত কাটত তোমার সোনা মানিক বলে
খোকা যখন পড়ত জ্বরে মাথায় পাখার বাতাস
সঙ্গে দিতে জলের ধারা থাকতে খোকার পাশ।
তোমার চোখের ঘুম কেড়েছি দুধ দিয়েছি ফেলে
গৃহের শোভা নাশ করেছি লঙ্কা কাণ্ড ছেলে
দুধের বাটি হাতে নিয়ে ছুটতে পিছু পিছু
কতক মুখে দিতে ঢেলে ছড়িয়ে পড়ত কিছু।
চাঁদমামাকে আনতে ডেকে শিউলি গাছের ডালে
হাত বাড়িয়ে বলতে ডেকে টিপ দিয়ে যা ভালে
দিনের শেষে সাঁঝের তারা ফুটলে আকাশ মাঝে
ফুলপরিদের আনতে ডেকে বসতে খোকার কাছে।
ঘুমপড়ানি গান শুনে যেই খোকন ঘুমে ঢুলে
তোমার তখন মিলত ছুটি শ্রান্ত নদীর কূলে
স্নেহ মাখা শান্তি সুধা দিয়েছ মা অমিয়ধারা
সোজা পথের নিশানা মাগো তুমিই আমার ধ্রুবতারা।
তোমার ছাড়া কে আছে মা খোকার আপন জন
স্বর্গাদপি শ্রেষ্ঠ তুমি আমার পরম ধন
তাই নিয়ো মা প্রণাম আমার পাঠাই দূরের থেকে
পাঠিয়ে দিয়ো একটা চুমু কপালজুড়ে এঁকে।