আগে এতবার এখানে এলেও
এদিকটায় কখনও আসা হয়নি
সমুদ্রকে পাশে রেখে একটু এগোলেই
সামনে এক বিশাল চর
চরের বুকে রূপোলি পাতের মতন শুয়ে
আছে বুড়িবালাম
সাগর পাড় থেকে ছুটে আসা হু হু বাতাস
ঝাউবনে আছড়ে টলমল করছে
লাখ লাখ লাল কাঁকড়া যেন ফুল হয়ে ফুটে ওঠে বালির বুকে
পায়ে পায়ে এগোলেই বালিতে মিলিয়ে যায়
আবার পেছন থেকে ঝাকে ঝাকে ফুটে ওঠে বালির বুকে
যেন মনের ভেতর সুপ্ত কয়েকশো কামনা বাসনার
রক্তকুসুম।