রাত্রি গভীর হলে ক্লান্তি দীর্ঘতর হয়
তখন দুঃখের সনেটগুচ্ছ গুলি কলমের ডগায়
মনে পড়ে এক ঘুমন্ত নদী ও তার বিষন্ন মুখচ্ছবি
নৈরাশ্যে কাটে দিন -মাস -বছর
রচিত পদ্যপংক্তি গুলি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর
আজ মনে হয় শব্দের চেয়ে প্রেরণাই দামী
কেবল শব্দ নয়, শব্দ শায়ারের এর অনুগামী।
ভালোবাসা হয়তো কারোর এক ফোঁটা অশ্রুজল
আমি দেখি ভালোবাসা নীলাম্বরীর চোখের কাজল
ভালোবাসা নিস্তরঙ্গ দিঘিতে ফোটা কমল
অভিমানী কামনায় ওড়ে একটি রঙিন রুমাল।