যখন কোনো উপাসনালয়ের পাশ দিয়ে হেঁটে যাই
আমি তখনো সম্রাজ্ঞী।
পৃথিবীর সকল শস্যভান্ডার উন্মুক্ত করে দিয়েছি
যার যতোটুকু প্রয়োজন নিয়ে যাও।
নিজের ঘর উন্মুক্ত করে খালি
আসমান জমিনে ছড়িয়ে রেখেছি সকল শস্যক্ষেত:
কোনো কিছুই কারও একক অধিকারে নেই; সকলের।
আমি কোনো স্বৈরশাসক নই!
সুগন্ধি আর গোলাপের সুদীর্ঘ-গুপ্তপথ
আর একটা জলেশ্বরী
আমার জন্য উন্মুক্ত রেখো শুধু,ব্যস!
তথাপি কোনো এক প্রাচীন দিনে
যে অতীন্দ্রিয় দার্শনিক ব্যর্থমনে কুয়াশার পথ ধরে হেঁটে গেছে
চিরতরে…
সে পথেই আমরা হারিয়েছি
তরু-জ্যোৎস্না আর প্রিয়তম লাওজু