সত্যের স্ফুলিঙ্গ

মিথ্যা এখন ভেসে চলে বাতাসে,
সত্য ঘুমায় ধুলোর চাদরে, কফিনে।
বড় বড় মুখে ফুটে ভেজা হাসি,
আর আমরা চুপচাপ গিলি, বিষের কাহিনি।

তবুও মনে রেখো
সত্য চুপ থাকে, মরে না সহজে,
জেগে উঠবে একদিন, দাবানলের মতো তেজে।
আজ যা নিভে থাকা স্ফুলিঙ্গ শুধু,
কাল তা জ্বলে উঠবে, ভস্ম করে সব মিথ্যার কুয়াশা।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!