সাংবাদিক ইকবাল জাফরের জামিন আবেদন নাকচ করেছে আদালত

দ্বিতীয়বার জামিনের আবেদন নামঞ্জুর হলো সাংবাদিক ইকবাল জাফরের। আজ সিএমএম ৩০ নম্বর আদালত ইকবালের জামিন নামঞ্জুর করেছেন। এর আগে তার জামিনের প্রথম শুনানি হয়েছিল গত ১২ ডিসেম্বর।

জানা গেছে, গত ৫ ডিসেম্বর ইকবাল জাফরকে ধানমন্ডি থানার মামলা নং ১৬, তারিখ ২৭ / ১১ / ২৪-এ সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের ভাষ্যমতে, স্থানীয় জনতার সহায়তায় সাংবাদিক ইকবাল জাফরকে আটক করা হয়। জুলাই অভ‍্যুত্থান পরবর্তী ধানমন্ডি থানায় দণ্ডবিধির ১৪৩,১৪৯, ১৫০,৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় দায়েরকৃত একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৬৩ জন এবং অজ্ঞাতনামা আরও ২শ থেকে আড়াইশ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

ইকবাল জাফরের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক সালাহউদ্দিন আহমেদ জানান, গত ৪ ডিসেম্বর খাবার খেতে রাজধানীর জিগাতলার একটি রেস্তোরাঁয় গেলে স্থানীয় বিএনপির কর্মীরা তাঁকে আটকে মোবাইল ফোন চায়। তিনি দিতে না চাইলে বিএনপির কর্মীরা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ একটি পুরোনো মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখায়।

খন্দকার ইকবাল আহমেদ ওরফে ইকবাল জাফর বর্তমানে বিজনেস ইনসাইডার বাংলাদেশের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। এছাড়াও তিনি দীর্ঘ প্রায় দুই দশক ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন। সিএমএম কোর্টের একটি সুত্র তার জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।#

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!