নিছকই রোম্যান্স
যাবার বেলায় জল খাবার ছল করে নওল কিশোরীর আঙ্গুলটা ছুঁয়ে দিল সদ্য বেড়ে ওঠা এক কিশোর। এ ছোঁয়ায় কী ছিল জানেনা সে বোকা মেয়ে শুধু কেমন একটা বিদ্যুৎচমক খেলে গেল ওর সর্বাঙ্গে। তারপর কিশোরটি চলে গেল শিক্ষাঙ্গনে। কখনো বা চিঠিপত্রের লেনদেন হয় তবে তাতে ছিল না কোনো প্রেমের লেশ ছিলশুধু সেই আঙ্গুল ছোঁয়া হালকা আবেশ।…