দেশভাগের শিকার ও যন্ত্রণা: নীলকণ্ঠ পাখির খোঁজে
ছিন্নমূল, উদ্বাস্তু মানুষের জীবনযন্ত্রণার গীতিআলেখ্য বিবৃত হয়েছে প্রখ্যাত ঔপন্যাসিক অতীন বন্দ্যোপাধ্যায়ের ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ উপন্যাসে। অবিভক্ত ভারতবর্ষের এক সম্ভ্রান্ত পরিবারের কাহিনি দেশভাগের ফলে তাদের কী অবস্থা হয়েছিল তাই হল উপন্যাসটির মূল উপজীব্য বিষয়; তবে উপন্যাসটির কয়েকটি উপকাহিনির মধ্য দিয়ে দ্বিখণ্ডিত ভারতবর্ষের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব সংকটের কথা ব্যক্ত হয়েছে। উপন্যাসের প্রধান চরিত্র অতীশ দীপঙ্কর…