গণিতবিজ্ঞান চেতনার কবি বিনয় মজুমদার
আকাশের নক্ষত্রেরা সর্বদাই ভালো থাকে, কখনোই খারাপ থাকে না। আকাশে বশিষ্ঠ ঋষি নামক নক্ষত্র আর তার বৌ অরুন্ধতী তারা সর্বদাই ভালো ছিল, এখনো আনন্দে আছে, চিরদিন নিরাপদে আনন্দেই রবে। একথা অগ্নিরা জানে, এ বিশ্বের সব অগ্নি এই কথা জানে। প্রতিদিন পৃথিবীতে বহু উল্কাপিণ্ড এসে পড়ে পৃথিবীর কাছে এসে এইসব উল্কাপিণ্ড জ্বলে ওঠে, অগ্নির সহিত কথা…