
প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম: প্রসঙ্গ স্বপ্নময় চক্রবর্তীর ছোটগল্প
এই সময়ের একজন সার্থক ছোটগল্পকার স্বপ্নময় চক্রবর্তী। তিনি সমাজের প্রান্তিক, উপেক্ষিত, অবহেলিত, অন্ত্যজ এবং অন্তেবাসী মানুষদের জীবন সংগ্রাম নিয়ে অপূর্ব দক্ষতায় ছোটগল্প রচনা করেছেন। তাঁর রচিত ছোটগল্পে স্থান পেয়েছে অত্যন্ত সাধারণ, তুচ্ছ মানুষের নিত্যদিনের সুখ, দুঃখ, হাসিকান্না, ব্যথা বেদনা। এবং সেইসব অপাংক্তেয় মানুষের কথাই শেষ পর্যন্ত হয়ে উঠেছে সর্বসাধারণ মানুষের কথা। তাঁর দেখা অতি রূঢ়…