আশাবাদ

তুমি যতই বল আমি তালগাছ আমি কারুজল মনপাখি ছুঁতে জানি গভীর সন্তর্পণে ধস্ত-মনাহত কষা দাঁতে প্রতিদিন কষ্টের পৃথিবী থেকে বের হয় দিবানিশি মাল্য যে ফুল দুঃখ দেখেছে রেণু উড়েছে তার গা থেকে উচ্চতা শীর্ষ ছোঁয় একদিন নিচে নামে উড়ন্ত ঘুড়ি করাতের জীবনের কাছে নীল নীল যত অলেখা আদরে গলে যায় পাথরের অনুর্বর ভূমি আমাকে শোনাতে…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!