এ এক অন্য আঁধার (পর্ব- ১২)

রবিবারের সকালে মতির কাজের শেষ ছিল না। সমাজসেবা যে সময় মেনে চলে না, মতি তা ভালো করেই জানত। আসলে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে ব্যস্ততার তারতম্য ভিন্ন ভিন্ন। বিভাস সামন্তের ব্যস্ততা শুরু হয়েছে মতিকে নিয়ে, মতির ব্যস্ততা চলছে সাধারণ মানুষের উপকার করা নিয়ে। বাড়ির সামনে এক চিলতে উঠোনের মাঝে বেঞ্চে বসে মতি একমনে কী সব লিখে চলেছে।…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!