![ভগৎ সিংয়ের ভাই](https://somoyershabdo.com/wp-content/uploads/2024/01/নো-600x400.jpg)
ভগৎ সিংয়ের ভাই
সকালবেলার আলো এমনভাবে ভিজিয়ে দিচ্ছিল চোখ আর্মহার্স্ট স্ট্রিটকেও সুন্দর দেখাচ্ছিল, আর্মহার্স্ট স্ট্রিট এখন রামমোহন সরণি সেই সরণির দু’পাশের গাছ দুজনকে আলিঙ্গন করতে এতটাই উদগ্রীব- যে এটাকে লাভার রাস্তা মনে হচ্ছে। আসলে আমার মনটা এত ভালো করে দিয়েছো কদিন আমার প্রিয় বিট্টুর মৃত্যু শোকও অল্প হাল্কা লাগছে বহুদিন কোনও খুশির খবর নেই কেউ এসে বলেনি, এসো…