জিনাত জাহান খানের পাঁচটি কবিতা
উত্তাল আমার সামনে পৃথিবী বোকা হয়ে দাঁড়িয়ে থাকে হাঙরের জীবন রক্তাক্ত করা গান ঢেউ হয়ে আসে উপকূলের দিকে; বীজ ও বপনের একটি মাত্র কৌশল হুবহু জেনেও তোমরা কেন সমুদ্রের কাছে এসে কিছুই চাইতে পারোনি? আশ্রম ঘুম ও জেগে থাকার যে কোনো দূরত্বে কেউই জেগে নেই; যদি থেকে থাকো কেউ তোমাকে কেন দেখি না আমি! তুমি…