ভাদুশিল্পী রতন কাহার পদ্মশ্রী সম্মানে ভূষিত
এত গান লিখেও সংসার চলছে না! একসময় আক্ষেপ করেছিলেন বীরভূমের লোকশিল্পী রতন কাহার। এবার সেই প্রকৃতযশা লোকসঙ্গীত শিল্পী রতন কাহার পেলেন ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার। “বড়লোকের বিটি লো” গানের স্রষ্টার এই সম্মানে খুব স্বাভাবিকভাবে খুশি রবি ঠাকুরের লালমাটির জেলার বীরভূমবাসি। ভাদু গান গেয়ে যৌবনকালে গায়কজীবন শুরু করেছিলেন রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে ৩৫ কিলোমিটার দূরে…