এক একুশে
এই বাংলায় হারিয়ে গেছে। তুমি এলে খুঁজতে যাব, আমার মায়ের সোনার নোলক, সবুজ ঘাসের জায়নামাজে সেজদা দেওয়া মাথার দাগটি, উলোটি করা উঠোন বেয়ে গড়িয়ে যাওয়া উজুর পানি, ধানের ফুলের আতর হাতে ইদের পথের পরাগ আবির, বাংলা মায়ের আমলকি সাজ খোঁপার তাজা পলাশ শিমুল, খুঁজতে যাব। খুঁজতে যাব শিশু শ্রেণীর খেয়াল রাখা সেই খালাকে, পুকুর পাড়ে…