ডাউহিল, কার্শিয়াং এর পথে
অবহেলার পাহাড়ে সুন্দর হাসি, শহরের লোকের ভিড়ে যা দেখা যায় না । অল্পতেই সেখানকার মানুষের জীবন ভরপুর, জীবন দিয়ে জীবনের দাম। বিশাল উপত্যকায় ছোট ছোট ঘরবাড়ি, ছোট ছোট ক্ষেতখামার, নিচে পাহাড়ি নদী, খাদের শেষাশেষি দিনের অফুরান রোদ। সত্যিই পাহাড়ের মানুষের অনেক কিছুর অভাব কিন্তু মুখের হাসি সব অভাবকে মুছে দিয়েছে। আসলে মানুষের সুখ দুঃখ সবটাই…