গোধূলিসন্ধির নৃত্যে

অনেক কথা তো বলেছো একদিন শেষে নির্বাক থেকে ছেড়ে গেলে তোমার হুঙ্কারে কেঁপেছে ব্রিটিশ ভরেছে বারেবারে তাদের জেলে জাত-বজ্জাতির ধরেছো টুটি টিপে সকলেরে দিলে সাধু বরাভয় তোমার চোখেতে জগৎ দেখেছি দেখেছি জগতেরে বাংলাময় দেশকাল ছেড়ে উঠেছো অসীমে বিশ্ব জাহানে যে নিপীড়িতের স্বজন হয়েছিলে, উঠেছিল ধ্বনি তোমার তরবারে জাগা সম্বিতের দুর্গম ওই গিরি সংকটে দিয়েছিলে তুমি…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!