দার্জিলিঙের রায় ভিলা
কিছু কিছু জায়গা বা পরিবেশ বিখ্যাত বা জনপ্রিয় হয় পূজনীয় কিছু মনীষীদের আগমনে। তাঁদের কাটানো কিছু মুহূর্তই সেই পরিবেশের রূপকে একেবারে পালটে দেয়, মানুষের হৃদয়ের অন্তরালে আজীবন জায়গা করে নেয় সেইসব স্থান। সেই আকর্ষণেই পৃথিবীর এ প্রান্ত থেকে ওপ্রান্তে মানুষ ছুটে যায় একবার নিজের চোখে সেইসব স্থানকে দেখবে বলে। আর তাঁরা যদি হন সিস্টার নিবেদিতা…