গিদ্দা পাহাড়ে
গিদ্দা পাহাড়ে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আবিষ্কার করলাম অন্য রূপে, সঙ্গে অপরূপ পাহাড়ি সৌন্দর্য: কার্শিয়াং মানেই এখন যেন অন্য অনুভূতি। এতবার কার্শিয়াং-এ ছুটে গেছি কিন্তু এবারের কার্শিয়াং-এর ছন্দ গন্ধ বর্ণ আমার কাছে যেন অন্য রূপে ধরা দিল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না; নিজের উপস্থিতি সম্পর্কেও আমার মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছিল। সত্যিই কী আমি…