আবদুস সালামের পাঁচটি কবিতা
প্রচ্ছদ বিব্রত বাতাসের তোড়ে উড়ে যায় সম্ভ্রম সকালের রক্তিম সূর্য ডানা মেলে দিলে স্বচ্ছতা আসে দিনের বিশ্বাস ভঙ্গ হয় বলে রাতের পূজা করি বিনম্র বিশ্বাস বিসর্জন দিই অনায়াসে অপরাধ রাজ্যে মাথা চাড়া দেয় জৈবনিক অভ্যাস সতর্ক বানীর শেকড় কেটে দিই মায়াময় পৃথিবীর অলীক উপলব্ধিতে ধর্ষিত হয় সকাল ব্যবসার হাটে মরে যায় ভ্রূণের শিকড় অপারেশন টেবিলে…