প্রতুল মুখোপাধ্যায় ও ভাষা চেতনার ২০শে ফেব্রুয়ারি সারারাত
প্রতুল মুখোপাধ্যায় চলে গেলেন। কিছুদিন আগেও কখনও লাবনির মোড়, কখনও কাঁকুড়গাছি, কখনও বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় এর বাড়ির কাছে দেখতাম তিনি হাঁটছেন। অনেক হাঁটতেন তিনি। এই হাঁটা তাঁর বিখ্যাত ব্যক্তিত্বের বাইরের ছবি। বাংলার গানের এক কিংবদন্তির সহজ জীবনযাপন। সৃষ্টির একটা নিজস্ব ক্ষমতা থাকে। শক্তি। ব্যক্তি আর সৃজক দুই ভাইয়ের মত। তাদের একজন এক পথে যেতে পারে,…
