আবদুস সালামের চারটি কবিতা

শূণ্য প্রেমের নিষিদ্ধ গবেষণা হাওয়ার ঠোঁটে উড়ে আসছে নিঃসঙ্গ সাপ নিরাভরণ ভঙ্গিতে সে সময়ের গল্প বলে যাপন সূর্যের প্রখর দহনে শুকায় স্নিগ্ধ জীবনের পেলব মাটি ঘুমেরা জোছনার ঘুঙ্গুর বাজায় আর শোনায় নিঝুম রাতের গান রোদের অন্তর্বাসে নবায়ন হয় শূন্যতার সংক্রমণ নেচে ওঠে শূণ্যের যন্ত্রণা ছুটে চলেছি সংবিধানের মাঠে জীবন জীবিকার দৌড় , যশস্বী হওয়ার দৌঁড়ে…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!