
রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যবিদ্যা
বিশ্ব জনপদের সংস্কৃতিতে নৃত্যগীতের ধারা অতি প্রাচীন কাল থেকে শক্তিশালী রূপে বাহিত হয়েছে। প্রাচীন প্রাচ্য-পাশ্চাত্যে নৃত্যের সাথে সামাজিক জীবন, ধর্মীয় কৃত্য, কিংবদন্তী পৌরাণিক কাহিনী আবর্তিত হয়েছে। ভরতের নাট্যশাস্ত্র, নন্দিকেশ্বরের অভিনয় দর্পণ প্রভৃতি গ্রন্থে নৃত্যশাস্ত্র বিষয়ক আলোচনা পাই। নৃত্যের সাথে বিশ্বের প্রত্যেক দেশের বিশেষ কাঠামো, আঙ্গিক সৃষ্টি হয়ে আছে। ভাষা কাঠামো সৃষ্টির পূর্বে ইশারা, অঙ্গের কলাকৌশল…