
নীল কমলের কান্না
ঢাকার নীল আকাশ ভেঙে নামল মৃত্যুর ডানা, শিশুদের হাসির বদলে আজ কান্না বয়ে যায় নিঃশব্দ প্রান্তরে। ছোট্ট হাতগুলো আর ধরবে না বই, ছোঁবে না কোনদিন আর রঙ-পেন্সিল কিংবা খাতার পাতা। চুপটি করে পড়ে আছে স্কুলব্যাগ ঘরের কোণে, আজও যেন খোঁজে ছোট্ট হাতের স্পর্শ। ওরা আর ফিরবে না- চলে গেছে চির ছুটির দেশে, বাতাসে ভাসে শিশুমৃত্যুর…