বৃক্ষদেবী

দূরে টিমটিম আলো। পায়ের পাতায় সর্ষে চলাচল, হে বৃক্ষদেবী-
তুমি কার? কে তোমার?

শিকড়
এপার
ওপার
মাঝে বরাভয় রহস্যময় ধেয়ে আসা আমাদের অগ্নিসংস্কার।

ক্রমশ প্রকট হয়ে যায় উৎস উৎসব
আলোর কান্নার স্বর বা মন
আজ শুধু লিখি
এ জীবন অঙ্গীভূত অঙ্গারক
পাতাল ভৈরব।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!