ভালোবাসার নদী

আমি পাপ জানিনা পূন্য জানিনা
শুধু বুকের ভেতরের অনন্তধারা
নদীটিকে জানি
সেই নদীর পাড়ে এসো
হাতে রাখ হাত
এখনো কি বৃষ্টি ভিজতে হয়?

বৃষ্টি ভিজবে অকিঞ্চিৎকর শরীর
ভাসিয়ে নেবে সুখ দুঃখ মান অভিমান
আগুন খেলা সারা করে
গাঙচিলের দল ফিরে গেছে
নিজস্ব স্বপ্নের খোঁজে
ধুলো মালঞ্চের ধুলো মেখে নিচ্ছে
রাতের জ্যোৎস্না
আজ ঘাস কুমারীদের ফুলশয্যা,

আমি পাপ জানিনা পূণ্য জানিনা
আমি সেই নদীটির ধারে ধারে
শুধু ভালোবাসা কুড়িয়েছি এতকাল।

 

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!