অনঙ্গবউ বাঁচে

অনঙ্গবউ সহমরণ খোঁজে
বসন্ত জ্বলে গেছে চাঁচরে
সংক্ষেপ ইতিহাস বাঁচিবার
অনঙ্গবউ পলাশ তলায় একলা থাকে ঠায়
জ্বালন কুড়োয়…
মনকেমনের দু এক কলি কখন আসে যায়!
অনঙ্গবউ কংসাবতীর জলে
ঝিনুক তোলে।

অনঙ্গবউ ভাত রাঁধতে বসে
জ্বালানি কাঠ উঠোন কোণে জড়ো
একলা থাকে সূর্যদীঘল বাড়ি
সুখের সঙ্গে আড়ি ভীষণ আড়ি।
দিন ফুরোবে, কাজ ফুরোনো দায়
দারুণ ব্যস্ততায়
অনঙ্গবউ সহমরণ জানে
শ্রমসোহাগী হাতের পাতা সাহসী আঘ্রানে।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!