কবি ও বেলকুঁড়ি

বেল কুঁড়ি
এক ঝুঁড়ি
কাঁখে নিয়ে এক বুড়ি
ভোরবেলা হাটেতে চললো,
সুন্দর গন্ধ
লাগে নাতো মন্দ
কতো নেবে এর দাম
এক ক্রেতা এ কথাটা বললো!

নিয়ে নাও
কিছু দাও
নেই এতে কোনও ফাও
ফুল-বুড়ি এ প্রস্তাব রাখলো,
বেশ কটা
বড়ো নোট
বুড়িটাকে দিয়ে দাম
ক্রেতাটি গন্ধ সব মাখলো!

এর দাম
বেশ কম
ভেবে নিয়ে ক্রেতাটি
কবিতার খাতাখানি খুললো,
এরপর
মন তার
সুগন্ধে ভরে আর
বাকি সব ছন্দ ভুললো!

ফুল-বাস
এক রাশ
তার মনে বসবাস
মন তার আকাশেতে উড়লো,
যতো ব্যথা
যতো কথা
সব মিলে আকুলতা
কবিতার ছন্দেতে ঘুরলো!

হাসি খুশি
কবি খুশি
ছড়া লেখে বেশি বেশি
নাম তার হলো নাকো মন্দ,
এক ডাকে
তাকে চেনে
সব্বাই-ই তাকে মানে
কবি মানে বেল ফুল গন্ধ!

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!