উদ্বিগ্ন ভবিষ্যত আর
বিশ্বাসহীন মনুষ্যত্বের সংকটে
এ এক অস্থির সময়।
কবি বন্ধুরা চিহ্নিত!
অস্থিত্বের লড়াই….
এস হাতে ধরি হাত।
জন্ম ১৯৪২ সালে । কবি মূলতঃ চিত্রশিল্পী ও ভাস্কর। কলকাতা বঙ্গবাসী কলেজ থেকে সাম্মানিক বাংলা স্নাতক হওয়ার পর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে শিল্প চর্চা করেন। ষাটের দশক থেকে সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত। ২০১৩ সালে পত্নী বিয়োগের পর কবিতাকে আরো একান্ত ভাবে আশ্রয় করেন। প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘শুধু তোমার জন্যে ‘ ও ‘সময় অসময় ‘।