মগজে পুষেছি উৎকন্ঠায় ডেকেছি ব্যাকুল একাকীত্বে
মুহূর্তের হেলাফেলা অবয়ব সংগৃহীত সব অলেখা
সর্বদা উচ্চারণে ভেতরে ভেতরে কথা হয়
যাপন করি এ আকাশ ও আকাশ দুঃখবোধ
পাখি হলে চলেই যেতাম তোমাদের ছাদে
উসখুশ কোকিলের কন্ঠস্বর বাজিয়ে ভরাট কথাকার
ভীরু এ সমাজ ভেঙে বিশেষত পরিপাটি সদৃশ্য
অমর কাজলে সীমানা ভেঙে নিশ্চিত তছনছ
অজস্রবার সবুজকে বলেছি মিলিয়ে দাও বিমন
সঙ্গে মিশিয়ে দিও প্রেমময় মহামন
পৃথিবীটা এক হোক মিশে যাক চরাচর
আমাদের বন্য নির্ভার আলগা আত্মগোপন
বিষাদ অর্জন সম্পূর্ণ বসন্ত পাগল আকুল
নিষিদ্ধতা ধুয়ে মুছে মুখ্য পরিপূরক — আলো
স্মৃতি শুদ্ধতার বিনির্মাণ কুড়িয়ে নিই দু’হাতে
যেভাবে ফুলমাল্য গলায় ওঠে নিয়ত ঘর ঘর
ইচ্ছেডানায় উড়ি শীর্ষদেশ ছুঁয়ে মনমন্দির
গভীর গহন জুড়ে রশ্মিছটার সমগ্র সুরালোক….